মালদা

পানীয় জল ও বিদ্যুতের দাবিতে মালদা-নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাল গ্রামবাসীরা

বিদ্যুৎ ও পানীয় জলের দাবিতে মালদা-নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাল পুরাতন মালদার অন্তর্গত মুচিয়া মহাদেবপুরের গ্রামবাসীরা। তাদের অভিযোগ প্রায় দেড় মাস ধরে পানীয় জল ঠিক করে পাচ্ছেনা, এবং দুই দিন ধরে বিদ্যুৎ নেয়। তাই সমস্যায় পড়েছে গ্রামের মানুষেরা। 
    গ্রামবাসীরা জানান, প্রায় দেড় মাস ধরে তারা ঠিকঠাক ভাবে পানীয় জল পাচ্ছে না। আর তাদের সামর্থ নেই যে টাকা দিয়ে জল কিনে খাবে। ফলে প্রচণ্ড সমস্যায় পড়েছে তারা। সামান্য একটু ঝড় বৃষ্টি হলে তাদের গ্রামে বিদ্যুৎ থাকে না অথচ শহরে বিদ্যুৎ ঠিকই থাকে। বিদ্যুতের জন্য বাচ্চাদের পড়াশোনায় ক্ষতি হচ্ছে, অসুস্থ রোগীদের নিয়ে সমস্যায় দিন কাটাচ্ছে রোগীর পরিবারেরা। তাই তারা এদিন গ্রামের সমস্ত মানুষ একত্রিত হয়ে মালদা-নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। তাদের দাবি যতক্ষণ কোন উদ্ধতন কর্তৃপক্ষ এসে তাদের সমস্যার সমাধান করবে। ততক্ষণ তারা এই অবরোধ চালিয়ে যাবে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় মালদা থানার পুলিশ। পুলিশ এসে গ্রামবাসীদের সাথে কথা বলে তাদের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় গ্রামবাসীরা।